যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের এক সপ্তাহ পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সোমবার (২৭ জানুয়ারি) এই আলাপের বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রকাশ করেছে।
ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরপরই মোদি তাকে ‘‘প্রিয় বন্ধু’’ বলে অভিনন্দন জানান এবং নয়াদিল্লি-ওয়াশিংটনের ঘনিষ্ঠভাবে কাজ করার আশা ব্যক্ত করেন। দুই নেতার আলোচনায় অবৈধ অভিবাসনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে, যা ভারতীয় অভিবাসীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত নিতে ভারত প্রস্তুত। তিনি বলেন, ‘‘আমরা চাই ভারতীয় প্রতিভা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক, তবে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি।’’
মার্কিন পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত জনসংখ্যা ২০২০-এর দশকে ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৮ লাখে পৌঁছেছে। এছাড়া ভারতের সরকারি তথ্য অনুযায়ী, ২০২২ সালে বিদেশে পড়তে যাওয়া ১৩ লাখ ভারতীয় শিক্ষার্থীর মধ্যে এক তৃতীয়াংশেরও বেশি যুক্তরাষ্ট্রে ছিল।
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই সহযোগিতা ভবিষ্যতে অভিবাসন নীতিতে নতুন দিক উন্মোচন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।