অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্স তাদের ইতিহাসের প্রথম শিরোপা জিতেছে। ফাইনালে তারা ৩৫ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় তুলে নেয় সিডনি থান্ডার্সের বিপক্ষে।
সোমবার (২৭ জানুয়ারি) হোবার্টের ঘরের মাঠে টস জিতে সিডনি থান্ডার্সকে ব্যাটিংয়ে পাঠায় হারিকেন্স। ডেভিড ওয়ার্নার (৪৮) এবং জেসন সাঙ্ঘা (৬৭)-র ব্যাটে ভর করে সিডনি ৭ উইকেটে ১৮২ রানের পুঁজি গড়ে। তবে হোবার্টের মাইকেল ওয়েন দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করে দলের জয় নিশ্চিত করেন।
এর আগে, ২০১৩-১৪ ও ২০১৭-১৮ মৌসুমে ফাইনালে উঠলেও শিরোপা হাতছাড়া করে হোবার্ট। এবার তৃতীয়বারে এসে আক্ষেপ ঘুচল।
রিশাদ হোসেনের বিগ ব্যাশ মিস করা
বাংলাদেশের লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের স্কোয়াডে থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এনওসি না পাওয়ায় খেলতে পারেননি। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর রিশাদ বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ডাক পেলেও এই জটিলতার কারণে মাঠে নামা হয়নি।
তবে, বিগ ব্যাশ মিস করলেও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন রিশাদ। সিলভার ক্যাটাগরিতে তাকে দলে নিয়েছে দলটি।