সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

চীনে বাঘের মূত্র বিক্রি: চিকিৎসার জন্য বিতর্কিত ওষুধ

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২৮, ২০২৫
৭:৪১ অপরাহ্ণ

 

চীনের সিচুয়ান প্রদেশের একটি চিড়িয়াখানা বাঘের মূত্র ‘ওষুধ’ হিসেবে বিক্রি করছে, যা বিতর্কের সৃষ্টি করেছে।

ইয়ান বিফেংশিয়া ওয়াইল্ডলাইফ জু নামের চিড়িয়াখানাটি সাইবেরিয়ান টাইগারের মূত্র বোতলে ভরে “মেডিসিনাল টাইগার ইউরিন” নামে বিক্রি করছে। প্রতিটি বোতলে ২৫০ মিলিগ্রাম মূত্র থাকে এবং এর দাম ৫০ ইউয়ান (৮৪৭ টাকা)।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই মূত্র ব্যবহার করার দুটি পদ্ধতি পরামর্শ দিয়েছে— একে হোয়াইট ওয়াইনের সঙ্গে মিশিয়ে আক্রান্ত স্থানে মালিশ করা অথবা সরাসরি পান করা। তবে, মূত্র জীবাণুমুক্ত করা হয়েছে কিনা, সে বিষয়ে স্পষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি।

তবে, এই ‘ওষুধ’ কিনতে সহজ নয়। চিড়িয়াখানা প্রতিদিন মাত্র ২ বোতল বিক্রি করতে পারে, ফলে গ্রাহকদের অর্ডার দিয়ে অপেক্ষা করতে হয়।

এমন উদ্যোগ নিয়ে চীনের ঐতিহ্যগত চিকিৎসা পদ্ধতির বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে সংশয় প্রকাশ করেছেন এক ফার্মাসিস্ট। তিনি মনে করেন, বাঘের মূত্র ব্যবহার করার দাবি অবৈজ্ঞানিক এবং এটি বাঘ সংরক্ষণের প্রচেষ্টাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।