সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

আফগান নারীদের পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণের অনুমতি

Fresh News রিপোর্ট
জানুয়ারি ২৮, ২০২৫
৭:৪৩ অপরাহ্ণ

 

আফগানিস্তানের তালেবান প্রশাসন শর্তসাপেক্ষে আফগান নারীদের পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণের অনুমতি দিয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে জানানো হয়, তালেবান এই অনুমতি পুরুষ অভিভাবক বা মাহরামদের সঙ্গে যাওয়ার শর্তে দিয়েছে। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর নারীদের উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যা সম্প্রতি কিছুটা শিথিল হয়েছে।

আফগানিস্তানে বসবাসকারী শিক্ষার্থীরা পাকিস্তানে প্রবেশিকা পরীক্ষা অংশগ্রহণ করেন, এবং এ পরীক্ষার মাধ্যমে ২১ হাজার আফগান শিক্ষার্থী একাডেমিক সেশনে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছেন। এর মধ্যে ১ হাজারেরও বেশি নারী শিক্ষার্থী রয়েছে।

পাকিস্তান সরকারের একজন কর্মকর্তা জানিয়েছেন, তালেবানের শর্ত অনুযায়ী অভিভাবকদের জন্য ভিসা দেওয়া হবে। তবে তালেবান এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হয়নি।

এই সিদ্ধান্তটি তালেবানের নারীদের প্রতি কঠোর নীতির বিপরীতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, যদিও তাদের নীতিগুলো ইসলামিক আইন ও আফগান সংস্কৃতির সাথে সঙ্গতিপূর্ণ বলে দাবি করা হয়।