ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পদদলনের ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ১০ জন।
এ ঘটনা ঘটে ২৮ জানুয়ারি রাত ১টার দিকে। মেলায় আগত পূণ্যার্থীরা গঙ্গাস্নানের জন্য গঙ্গা নদীর তীরে জড়ো হয়ে ছিলেন, এবং স্নানের জন্য সূর্যোদয়ের আগেই ভিড় জমে যায়। তবে পদদলনের কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থল থেকে বেশ কিছু ছবি ও ভিডিও ফুটেজ পাওয়া গেছে, যাতে আহত এবং নিহতদের স্ট্রেচারে করে সরিয়ে নিয়ে যেতে দেখা গেছে। কিছু প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তারা মহিলাদের কান্না এবং ভিড়ের মধ্যে ছোটাছুটি দেখতে পেয়েছেন।
ভারতীয় চান্দ্র পঞ্জিকা অনুযায়ী, ২৮ জানুয়ারি ছিল মৌনী অমাবাস্যা, যে দিন সনাতন ধর্মাবলম্বীরা গঙ্গা, যমুনা ও স্বরস্বতী নদীর সঙ্গমে স্নান করেন এবং এতে অশেষ পূণ্য অর্জন হয় বলে বিশ্বাস করা হয়।
এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করে আহতদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে এবং নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে নির্দেশ দিয়েছেন।
মহাকুম্ভ মেলা প্রতি ১৪৪ বছর পর অনুষ্ঠিত হয়, এবং এবারের মেলায় প্রায় ১৪ কোটি ৮০ লাখ পূণ্যার্থী অংশগ্রহণ করেছেন।