প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে জয় ছিল বাধ্যতামূলক। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেললেন নাইম শেখ। তার দুর্দান্ত সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে খুলনা টাইগার্স, আর সেই চাপ সামলাতে না পেরে ৪৬ রানে হেরে গেল রংপুর রাইডার্স।
এই জয়ে খুলনা টাইগার্স ১১ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে প্লে-অফের সমীকরণ জমিয়ে তুলল। এখন নিজেদের শেষ ম্যাচ জিতলেই সেরা চারে জায়গা পাবে তারা। হারলে বিদায় নিতে হবে। অন্যদিকে, রাজশাহী ও চিটাগাংয়ের ভাগ্য নির্ভর করবে খুলনার শেষ ম্যাচের ফলের ওপর। চিটাগাং অবশ্য সুবিধাজনক অবস্থানে রয়েছে, কারণ তাদের দুই ম্যাচ বাকি।
নাইমের রেকর্ড গড়া ইনিংস
আজ মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২২০ রান তোলে খুলনা। নাইম শেখ ৬২ বলে ১১১ রানে অপরাজিত থাকেন। ৩৩ বলে ফিফটি করা নাইম পরের ৫০ রান যোগ করতে খেলেন মাত্র ২২ বল।
তাকে সঙ্গ দেন উইলিয়াম বসিস্তো (২১ বলে ৩৬) ও মাহিদুল ইসলাম অঙ্কন (১৫ বলে ২৯)। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ১২ বলে ২১ রান করে আউট হলেও দলকে ভালো সূচনা এনে দেন।
রান তাড়ায় রংপুরের ব্যর্থতা
বড় লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর শুরু থেকেই চাপে পড়ে যায়। ৩৬ রান তুলতেই তারা দুই উইকেট হারায়। এরপর সৌম্য সরকার ও ইফতিখার আহমেদ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন, তবে ১৫ বলে ১৯ রান করেই বিদায় নেন ইফতিখার।
শেখ মাহেদি হাসানও থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি, ১৪ বলে করেন ২৭ রান।