মঙ্গলবার
৪ঠা মার্চ, ২০২৫
১৯শে ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

বিশ্ব ইজতেমায় জুমার নামাজ উপলক্ষে বিশেষ ট্রেন

Fresh News রিপোর্ট
জানুয়ারি ৩১, ২০২৫
৮:১২ পূর্বাহ্ণ

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে। এর পাশাপাশি অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। এতে অংশগ্রহণকারী মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ শুক্রবার জুমার নামাজ উপলক্ষে ‘জুমা স্পেশাল’ নামে একজোড়া বিশেষ ট্রেন পরিচালিত হবে। এর মধ্যে জুমা স্পেশাল-১ সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে ১০টা ১৫ মিনিটে টঙ্গী পৌঁছাবে। আর জুমা স্পেশাল-২ বিকেল ৩টায় টঙ্গী থেকে ছেড়ে ৩টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

এছাড়া, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ দিন, অর্থাৎ রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাত উপলক্ষে আরও ৯টি বিশেষ ট্রেন পরিচালিত হবে। এর মধ্যে ঢাকা থেকে টঙ্গীর উদ্দেশ্যে ভোর ৪টা ৪৫ মিনিট, ৫টা, ৫টা ২৫ মিনিট ও ৫টা ৫০ মিনিটে চারটি ট্রেন ছেড়ে যাবে।

ফেরার পথে, টঙ্গী থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৮টা ২০ মিনিট, ৮টা ৩৫ মিনিট, ৯টা ৪২ মিনিট, ১০টা ৪০ মিনিট ও ১১টা ৭ মিনিটে পাঁচটি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে।

বিশ্ব ইজতেমায় মুসল্লিদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে এ উদ্যোগ নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।