সোমবার
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫
১১ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

দেশের উন্নয়নের জন্য সুশিক্ষায় শিক্ষিত হতে হবেঃ আলীম

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ২, ২০২৫
৪:৫৮ অপরাহ্ণ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই সানফ্লাওয়ার একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে তামাই স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-৫ আসনে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানফ্লাওয়ার একাডেমির সভাপতি হযরত আলী বেপারী। অতিথিদের ফুল দিয়ে বরণ করার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করা হয়। প্রধান অতিথি আমিরুল ইসলাম খান আলীম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, কারণ শিক্ষাই মানুষকে সত্য ও ন্যায়ের পথ দেখায়। একটি উন্নত সমাজ ও জাতি গঠনের মূল চাবিকাঠি হলো শিক্ষা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোলায়মান হোসেন ফাউন্ডেশনের চেয়ারপারসন হাজী সোলায়মান হোসেন মোল্লা, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক মোছা. ফাতেমা আমিন আখি, তামাই অগ্রণী সংসদের সভাপতি মো. আব্দুল্লাহ মোল্লা, ঠাকুরগাঁও সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও সানফ্লাওয়ার একাডেমির প্রধান উপদেষ্টা জাহিদ হাসান দিপু।

এ সময় আরও উপস্থিত ছিলেন সানফ্লাওয়ার একাডেমির অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, বেলকুচি থানা বিএনপির সদস্য এবাদুর রহমান রাজা, হাফিজ শেখ, সমাজসেবক আলহাজ্ব বাবলু ফকির, তামাই অগ্রণী সংসদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইউসুফ আলী সেখ, ইউপি সদস্য শাহ আলম মণ্ডলসহ বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথি আমিরুল ইসলাম খান আলীম বলেন, দেশের উন্নয়নের জন্য সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ শিক্ষাই মানুষকে সত্য ও ন্যায়ের পথ দেখায়। একটি উন্নত সমাজ ও জাতি গঠনের মূল চাবিকাঠি হলো শিক্ষা।