যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রেগান বিমানবন্দরের কাছে স্থানীয় সময় বুধবার রাতে একটি বাণিজ্যিক বিমান ও সেনাবাহিনীর হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে ৬৪ জন যাত্রীসহ মোট ৬৭ জন নিহত হয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনার পর পুরো দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার মুহূর্তে বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের (এটিসি) রাডারে হেলিকপ্টারটিকে ‘প্যাট ২-৫’ এবং বিমানটিকে ‘সিআরজে’ হিসেবে চিহ্নিত করা হয়। সংঘর্ষের কয়েক সেকেন্ড আগে কন্ট্রোল টাওয়ার থেকে হেলিকপ্টারের ক্রুদের সতর্ক করে বলা হয়েছিল, “প্যাট ২-৫, আপনি কি সিআরজে-কে দেখতে পাচ্ছেন? প্যাট ২-৫, আপনি সিআরজের পেছন দিয়ে যান।”
এরপরই রাডারে দুটি উড়োজাহাজের সংঘর্ষের দৃশ্য ধরা পড়ে এবং কন্ট্রোল টাওয়ার থেকে শোনা যায় উদ্বিগ্ন এক দীর্ঘশ্বাস। মুহূর্তের মধ্যেই আরেকটি বিমানের পাইলট কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করে জিজ্ঞেস করেন, “টাওয়ার, আপনি কী এটি দেখেছেন?” তখনই কন্ট্রোলার আতঙ্কিত কণ্ঠে জানান, “ক্র্যাশ, ক্র্যাশ, ক্র্যাশ! এটি একটি এলার্ট থ্রি।”
২০০১ সালের পর যুক্তরাষ্ট্রে এটি সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। কন্ট্রোল টাওয়ারের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মাঝ আকাশে দুটি উড়োজাহাজের সংঘর্ষের মুহূর্তে বিশাল আগুনের কুণ্ডলী সৃষ্টি হয়।
উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ২৮টি মরদেহ উদ্ধার করেছেন। আর কেউ জীবিত থাকার সম্ভাবনা না থাকায় বাকি মরদেহ উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।