মঙ্গলবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫
১২ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের ব্যারিকেড কর্মসূচির ঘোষণা

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ৩, ২০২৫
৮:২০ পূর্বাহ্ণ

 

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ফের ব্যারিকেড (অবরোধ) কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর মহাখালীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, রেল গেট, আমতলী মোড় ও গুলশান লিংক রোডে এ কর্মসূচি পালন করা হবে।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১১টায় কলেজের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শিক্ষার্থীদের সংগঠন ‘তিতুমীর ঐক্য’র উপদেষ্টা মাহমুদুল হাসান মুক্তার। তিনি বলেন, “রাষ্ট্র আমাদের সঙ্গে দ্বিচারিতা করছে। আমরা বিশ্ব ইজতেমার কারণে আজকের (রোববার) অবরোধ শিথিল করেছিলাম। কিন্তু সোমবার থেকে আর ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “আমাদের আন্দোলনের পর ধারণা হয়েছিল, সরকার শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করবে। কিন্তু এখন আমরা আশাহত। আমাদের তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

শিক্ষার্থীরা যে তিন দফা দাবি জানিয়েছে তা হলো—
১. সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।
2. শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করে তিতুমীর বিশ্ববিদ্যালয়সহ দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে হবে।
3. বিশ্ববিদ্যালয় কমিশন গঠন প্রক্রিয়ায় আইন উপদেষ্টার হস্তক্ষেপের সুষ্ঠু তদন্ত করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

প্রসঙ্গত, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবি আদায়ে তারা মিছিল, সড়ক-রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান ও ক্লাস বর্জনসহ নানা কর্মসূচি পালন করেছেন। শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করলেও আশানুরূপ অগ্রগতি না হওয়ায় গত ২৯ জানুয়ারি থেকে শিক্ষার্থীরা আমরণ অনশনসহ নতুন কর্মসূচি শুরু করেন।