নাজমুল হাসান , সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে ইবনে হাইসাম বিজ্ঞান মাদরাসার আয়োজনে ঐতিহ্যবাহী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ ক্রসবার-৩ এলাকায় এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ধরনের দেশীয় পিঠার প্রদর্শনী ছিল। যার মধ্যে দুধ পিঠা, চিতই, পাটিসাপটা, নারিকেল পুলি, ভাপা, গজা, নকশি পিঠা, কদুর পিঠাসহ নানা ঐতিহ্যবাহী পিঠা স্থান পেয়েছে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, ইসলামী সংগীত, শিক্ষামূলক নাটক, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা নানা পরিবেশনায় অংশ নেয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
মাদরাসার চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর বলেন, নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। বাহারি পিঠার মেলা বসেছে, যা সকলের জন্যই উন্মুক্ত। একটি মাদরাসায় যে আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করা যায়, আমরা সেই লক্ষ্য নিয়ে পাঠদান কার্যক্রম চালাচ্ছি।