মঙ্গলবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫
১২ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

দিনাজপুরে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক ও সহকারী নিহত

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ৩, ২০২৫
৯:৪২ পূর্বাহ্ণ

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় একটি পাথরবোঝাই ট্রাক দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ও সহকারী নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর রেলগেটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ট্রাকের সহকারী পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ভোজনপুর গ্রামের আরিফ হোসেনের পরিচয় পাওয়া গেছে। তবে নিহত ট্রাকচালকের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন জয়পুরহাটগামী একটি পাথরবোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই হেলপার নিহত হন। গুরুতর আহতাবস্থায় পুলিশ চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় রেলগেটে কোনো গেটম্যান ছিল না, যা ট্রাকটির রেললাইন অতিক্রমের পেছনে অন্যতম কারণ হতে পারে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।