বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হিসেবে ৮ বছর ৮ মাস দায়িত্ব পালন করার পর পদত্যাগ করলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার। গতকাল (শনিবার) আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের দায়িত্ব পালনকালে স্মরণীয় মুহূর্ত সম্পর্কে জানতে চাইলে হান্নান বলেন, তার নির্বাচক ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা ছিল সাকিব আল হাসানের দেশের মাটিতে বিদায়ী ম্যাচ না খেলতে পারা। তিনি বলেন, “সাকিবের অবসরটা যদি দেশ থেকে হতো, তাহলে সেটাই স্মরণীয় ঘটনা হতো। কারণ, সাকিবের বিদায়ী সিরিজের ঘোষণা আমার মুখ থেকেই এসেছিল। আমি ঘোষণা করেছিলাম যে সে দলে আছে, কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরে অবসর নিতে পারেনি। এটা একটা অপূর্ণতা রয়ে গেল নির্বাচক হিসেবে।”
তবে হান্নান আকস্মিকভাবে দায়িত্ব ছাড়েননি। বিসিবির সঙ্গে গত তিন মাস ধরে আলোচনার পরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “এটা হুট করে নেওয়া সিদ্ধান্ত নয়। গত তিন মাস ধরেই বিসিবির সঙ্গে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল। যেহেতু সামনে ডিপিএল (ঢাকা প্রিমিয়ার লিগ) রয়েছে, এখনই পদ ছাড়ার সঠিক সময় বলে মনে করেছি। ডিপিএল দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করব। সামনে বিসিএল (বাংলাদেশ ক্রিকেট লিগ), এইচপি (হাই পারফরম্যান্স) ক্যাম্প বা এসসিএল (সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগ) নিয়েও পরিকল্পনা আছে।”
নির্বাচকের দায়িত্ব ছাড়ার পর হান্নান সরকার নতুনভাবে কোচিং ক্যারিয়ার শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।