মঙ্গলবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫
১২ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশঃ পলক

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ৩, ২০২৫
৬:২৫ অপরাহ্ণ

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ।’ সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জানা গেছে, পলককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর রিদুয়ানুল হক তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিল ও জামিন চাওয়া হলে রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ২০ জুলাই রাজধানীর বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন অটোরিকশাচালক হাফিজুল শিকদার। ওই দিন বিকেল ৩টায় গুলিতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরবর্তী সময়ে তার পরিবার ২১ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা করে, যেখানে পলকসহ কয়েকজনকে আসামি করা হয়।