মঙ্গলবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫
১২ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

সিরাজগঞ্জে বিএনপির কমিটি বাতিল চেয়ে তারেক রহমানের কাছে খোলা চিঠি

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ৩, ২০২৫
৭:০৮ অপরাহ্ণ

সিরাজগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খোলা চিঠি দিয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভীর মাধ্যমে এই চিঠি পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হলেও বর্তমান কমিটি বহাল রাখা হয়েছে, যা নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। দলের অন্যান্য জেলায় আহ্বায়ক কমিটি গঠন করা হলেও সিরাজগঞ্জে তা হয়নি। নেতাকর্মীদের প্রশ্ন, সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের পরও বর্তমান কমিটি বহাল থাকার যৌক্তিকতা কী? তারা মনে করেন, জেলা বিএনপির বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে দ্রুত আহ্বায়ক কমিটি গঠন করা উচিত।

চিঠিতে আরও বলা হয়, সিরাজগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিট কমিটি গণতান্ত্রিকভাবে গঠিত হয়নি, বরং সভাপতি ও সাধারণ সম্পাদকের মনোনীত পকেট কমিটি হিসেবে পরিচালিত হয়েছে। এসব কমিটির মেয়াদ পেরিয়ে গেছে এবং অধিকাংশ কমিটিতে কোনো ধরনের নির্বাচন হয়নি। তাই আসন্ন সম্মেলনের ভোটার তালিকা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাশেদুল হাসান রঞ্জন বলেন, “সারাদেশে আহ্বায়ক কমিটি গঠন করা হলেও সিরাজগঞ্জে তা হয়নি। আমি দ্রুত বর্তমান কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানাই।”

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির এক সাবেক সাধারণ সম্পাদক বলেন, “বর্তমান জেলা বিএনপির কমিটি রেখে সুষ্ঠু সম্মেলন সম্ভব নয়। এতে অনেক নেতা বৈষম্যের শিকার হয়েছেন। তাই নিরপেক্ষ নেতাদের নিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।”

চিঠিতে উল্লেখ করা হয়েছে, অবিলম্বে জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে গোপন ব্যালটের মাধ্যমে তৃণমূল নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যবস্থা করা উচিত। ১৮টি সাংগঠনিক ইউনিটের ১৮১৮ জন তৃণমূল নেতার ভোটাধিকার নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।