মঙ্গলবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫
১২ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

আওয়ামী লীগের লিফলেট বিতরণকারীদের গ্রেপ্তারের ঘোষণা

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ৩, ২০২৫
৭:১৮ অপরাহ্ণ

আওয়ামী লীগের লিফলেট বিতরণে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ উপস্থিত ছিলেন।

সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, যেসব ব্যক্তি বা গোষ্ঠী আওয়ামী লীগের লিফলেট বিতরণের মাধ্যমে রাজনৈতিক প্রচারণায় অংশ নেবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালনকারীদের ছাড় দেওয়া হবে না। লিফলেটগুলোতে আপত্তিকর বার্তা রয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই যারা এসব বিতরণ করবে, তাদের গ্রেপ্তার করা হবে।”

এ সময় সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে প্রচারিত কিছু তথ্য ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের দেওয়া তথ্যকে ‘মিথ্যা প্রোপাগান্ডা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “৫ আগস্টের পর সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে, যা সঠিক নয়। এছাড়া ১৭৪টি ঘটনার কথা বলা হলেও পুলিশের তদন্তে এসব ঘটনার সত্যতা পাওয়া যায়নি।”

তিনি আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল রাখতেই সরকার কঠোর অবস্থান গ্রহণ করছে। কেউ গুজব ও অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।