মঙ্গলবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫
১২ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

জেলায় জেলায় বিএনপির সমাবেশ শুরু

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ১২, ২০২৫
৭:১৭ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ ডেস্ক :

দেশের ছয়টি জেলায় বিএনপির নয় দিনের কর্মসূচি শুরু হয়েছে । দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিস্টদের চক্রান্ত প্রতিরোধের’ দাবিতে বিএনপি এই রাজনৈতিক কর্মসূচি দিয়েছে।

বুধবার বিকেলে খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও পটুয়াখালীতে সমাবেশ হয়।

১২ই ফেব্রুয়ারি থেকে ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন দিনে বিভিন্ন জেলায় সমাবেশ হবে। বিএনপি কার্যালয় থেকে পাঠানো তালিকা অনুযায়ী, বুধবার লালমনিরহাটে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, খুলনার সমাবেশে স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ, সিরাজগঞ্জে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য দেন।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, সুনামগঞ্জে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আরিফুল হক চৌধুরী এবং পটুয়াখালীতে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন সমাবেশে বক্তব্য দেন।