মালদ্বীপে বসবাসরত অনিয়মিত প্রবাসী বাংলাদেশিদের বৈধকরণ এবং কর্মীদের নিয়োগ বাড়াতে দেশটির সরকারের প্রতি বিবেচনা জানানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশেদের সঙ্গে বৈঠককালে এই আহ্বান জানান তিনি।
বৈঠককালে হাইকমিশনার শিউনিন রাশেদ প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে মালদ্বীপে অনেক বাংলাদেশি শিক্ষার্থী বিশেষত চিকিৎসা শিক্ষায় অধ্যয়নরত। এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ মালদ্বীপের আরও শিক্ষার্থীকে স্বাগত জানাতে প্রস্তুত।
প্রধান উপদেষ্টা হাইকমিশনারকে শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন, তার দায়িত্বকালীন বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক আরও দৃঢ় হবে।
হাইকমিশনার শিউনিন জানান, সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। বিশেষত, বাংলাদেশ থেকে মালদ্বীপের ওষুধ শিল্পে আমদানি বেড়েছে এবং বাংলাদেশের বেশ কিছু প্রতিষ্ঠান মালদ্বীপে ব্যবসা শুরু করেছে। পাশাপাশি, মালদ্বীপে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা বাড়ছে।
প্রধান উপদেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যে প্রচারণা চালাচ্ছেন, সেজন্য হাইকমিশনার তাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মালদ্বীপ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে চায়।