শনিবার
১লা মার্চ, ২০২৫
১৬ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ: নেতৃত্বে ছাত্র আন্দোলনের পরিচিত মুখ

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ২৭, ২০২৫
৯:০২ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ  :

শিক্ষার্থীদের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি – এনসিপি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, নাহিদ ইসলাম আহ্বায়ক এবং আখতার হোসেন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রায় তিন ঘণ্টাব্যাপী এক বৈঠকে দলের গুরুত্বপূর্ণ পদগুলোর নাম চূড়ান্ত করে।

এতে চিফ অর্গানাইজার বা প্রধান সমন্বয়ক হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলম মনোনীত হয়েছেন।

এছাড়া, যুগ্ম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন আব্দুল হান্নান মাসউদ। তবে যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদে এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি। আগামীকাল শুক্রবার নতুন এই রাজনৈতিক দলটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।