শনিবার
১লা মার্চ, ২০২৫
১৬ই ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ

Fresh News রিপোর্ট
ফেব্রুয়ারি ২৮, ২০২৫
৮:১৬ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ  :

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে  শুক্রবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’।  এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে দলের আহ্বায়কসহ শীর্ষ নেতাদের নাম ঘোষণা করা হয়।

দলীয় নেতৃত্ব ঘোষণা অনুষ্ঠনস্থলেই দলের শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা করা হয় । এতে আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সামান্তা শারমিন মুখ্য সমন্বয়ক, হাসনাত আবদুল্লাহ শীর্ষ নেতা সারজিস আলম ।

অনুষ্ঠানের সূচনা ও অতিথিরা বিকেল সাড়ে চারটায় ধর্মগ্রন্থ কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন , বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী ,এ্যানি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ,গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ,এলডিপির একাংশের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ,জনসমাগম ও সমর্থকদের উপস্থিতি মিছিল নিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দলের সমর্থকরা অনুষ্ঠানে যোগ দেন। জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরাও এ আয়োজনে উপস্থিত ছিলেন।