মঙ্গলবার
৪ঠা মার্চ, ২০২৫
১৯শে ফাল্গুন, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

সীমান্তে নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ, দাবি ভারতীয় গণমাধ্যমের

Fresh News রিপোর্ট
মার্চ ৪, ২০২৫
২:১৮ অপরাহ্ণ

বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি নজরদারি ড্রোন ব্যবহার করছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। মঙ্গলবার (৪ মার্চ) ভারতীয় বার্তাসংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশ তুরস্কের তৈরি বায়রাক্টার টিবি-টু ড্রোন ব্যবহার করছে এবং তা ভারতীয় সীমান্তের নিকটবর্তী এলাকায় উড়ানো হচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে যে, বাংলাদেশ ইতোমধ্যে এই ড্রোনগুলো সংগ্রহ করেছে এবং সেগুলো নজরদারির কাজে ব্যবহার করা হচ্ছে। ভারতীয় সংস্থাগুলো এসব ড্রোন শনাক্ত করেছে এবং তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে দাবি করেছে এএনআই।

ভারতীয় প্রতিরক্ষা সূত্রগুলো বলছে, গত কয়েক মাস ধরে বাংলাদেশের ড্রোনগুলোকে সীমান্তবর্তী এলাকায় নজরদারি চালাতে দেখা গেছে। তবে ড্রোনগুলো বাংলাদেশের নিজস্ব আকাশসীমার ভেতরেই উড্ডয়ন করছে বলে জানানো হয়েছে। এ কারণে ভারত সীমান্ত এলাকায় তাদের নজরদারি কার্যক্রম আরও জোরদার করেছে এবং বিভিন্ন প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।

সূত্রগুলোর বরাতে আরও বলা হয়েছে, বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর ড্রোনগুলো কখনো কখনো টানা ২০ ঘণ্টারও বেশি সময় আকাশে অবস্থান করছে। এই ড্রোনগুলোর প্রযুক্তিগত সক্ষমতা উল্লেখ করে বলা হয়েছে, এটি শুধু নজরদারি নয়, যুদ্ধক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

বায়রাক্টার টিবি-টু ড্রোন তুরস্কের অন্যতম অত্যাধুনিক মনুষ্যবিহীন যুদ্ধবিমান। এটি গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং লক্ষ্যবস্তুতে আক্রমণের জন্য ব্যবহৃত হয়। ২০১৪ সাল থেকে এই ড্রোন বাণিজ্যিকভাবে উৎপাদন ও বিক্রি শুরু হয় এবং সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া-ইউক্রেন সংঘাতসহ বিভিন্ন যুদ্ধে ব্যবহারের কারণে এটি ব্যাপকভাবে আলোচনায় এসেছে।

বিশ্বব্যাপী সামরিক মহলে প্রশংসিত এই ড্রোনটি উচ্চমানের ক্যামেরা, উন্নত ডাটা-লিংক সিস্টেম এবং নির্ভুল হামলা চালানোর সক্ষমতা রাখে। এটি ঘণ্টায় ১২৯ থেকে ২২২ কিলোমিটার গতিতে উড়তে পারে এবং একটানা প্রায় ২৭ ঘণ্টা আকাশে অবস্থান করতে সক্ষম।

তবে বাংলাদেশ সরকার বা প্রতিরক্ষা বাহিনী ভারতীয় গণমাধ্যমের এই দাবির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।