ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. সি আর আবরার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন। মঙ্গলবার (৪ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস সচিব জানান, আগামীকাল (৫ মার্চ) সকাল ১১টায় অধ্যাপক সি আর আবরার উপদেষ্টা হিসেবে শপথ নেবেন। তিনি শিক্ষাবিদ ও বিশ্লেষক হিসেবে সুপরিচিত এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে লেখালেখি ও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সরকার আশা করছে, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। নতুন উপদেষ্টা নিয়োগের ফলে সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২১-এ পৌঁছাবে।
গত ৮ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর থেকে পর্যায়ক্রমে নতুন উপদেষ্টাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে।