সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ঢাকায় দুপুর পর্যন্ত মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা

Fresh News রিপোর্ট
মার্চ ২১, ২০২৫
১১:৩২ পূর্বাহ্ণ

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আজ দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে, সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। এছাড়া দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, ফলে গরমের অনুভূতি কিছুটা কমবে।

শুক্রবার (২১ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫ শতাংশ।

এদিকে, সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।