সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ইবনে হাইসাম বিজ্ঞান মাদরাসার আয়োজনে ইফতার উপহার

Fresh News রিপোর্ট
মার্চ ২১, ২০২৫
৭:৪৯ অপরাহ্ণ

ইবনে হাইসাম বিজ্ঞান মাদরাসার শিক্ষার্থীদের উদ্যোগে রোজাদার পথচারী ও বঞ্চিতদের সম্মানে ইফতার উপহার প্রদান করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) ইফতার পূর্ব মুহূর্তে সিরাজগঞ্জ পৌরসভার বাজার স্টেশন চত্তর, চৌরাস্তার মোড় ও ইলিয়ট ব্রিজ (বড়পুল) সংলগ্ন শহীদ সোহরাওয়ার্দী রোড এলাকায় এবং ভ্রাম্যমাণ গাড়ীতে শহরের বিভিন্ন রাস্তায় এসব ইফতার উপহার প্রদান করা হয়।

ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইবনে হাইসাম বিজ্ঞান মাদরাসায় আধুনিক পদ্ধতিতে বাংলা, ইংরেজি, অংক, হিফজুল কোরআন বিভাগ সহ শিক্ষা প্রদান করা হয়।

মাদরাসার সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্বানুভূতি জাগ্রত করতে এ ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে।

গুড়ি গুড়ি বৃষ্টির বৈরী আবহাওয়ার মধ্যে শিক্ষার্থীদের এ ইফতার উপহার পেয়ে পথচারীরা বেশ খুশী হয়েছেন। শিক্ষার্থীদের ব্যতিক্রমী এ আয়োজনে শহরে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

এসময় ইবনে হাইসাম বিজ্ঞান মাদরাসা’র চেয়ারম্যান ড. এম এ সবুর, ইবনে হাইসাম বিজ্ঞান মাদরাসা সুপারিন্টেন্ডেন্ট (ভারপ্রাপ্ত) মোঃ বায়েজিদ ইসলাম সহ পরিচালনা পর্ষদের সদস্যগণ, শিক্ষকগণ ও অনেক অভিভাবক উপস্থিত ছিলেন।