সুন্দরবনের কলমতেজী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে পানির উৎস দূরে থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা শনিবার (২২ মার্চ) বিকেল ৬টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করতে পারেননি।
বনের টেপারবিল এলাকায় সকালে প্রথমে ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বন বিভাগ দুপুরের দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়।
শরণখোলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবতাদ ই আলম জানান, দুর্গম এলাকা এবং পানির উৎস দূরে থাকায় অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে আগামীকাল (২৩ মার্চ) ভোর থেকে নতুন উদ্যমে কাজ শুরু করা হবে।
এদিকে, বন বিভাগ আগুন যেন ছড়িয়ে না পড়ে, সে জন্য ফায়ার লাইন কেটে নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করীম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কের কিছু নেই।
পরিবেশবিদরা বলছেন, শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ড এড়াতে নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।