মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫
৯ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সাবেক আইজিপির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

Fresh News রিপোর্ট
এপ্রিল ২২, ২০২৫
৮:৪১ অপরাহ্ণ

দুর্নীতিসহ নানা অভিযোগে অভিযুক্ত বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে। গত ১০ এপ্রিল এ নোটিশ জারি করা হয় বলে বাংলাদেশ পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) মাধ্যমে এই নোটিশের জন্য আবেদন করা হয় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে। এর আগে ঢাকার একটি আদালত এ সংক্রান্ত নির্দেশ দেয়।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বেনজীর আহমেদ বর্তমানে সপরিবারে পলাতক রয়েছেন। তার অবস্থান এখনো নিশ্চিতভাবে জানা না গেলেও, রেড নোটিশ জারির পর গ্রেপ্তার ও দেশে ফিরিয়ে আনার আশা প্রকাশ করেছেন তিনি। ইন্টারপোল ইতোমধ্যে বাংলাদেশ পুলিশকে ইমেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে, তবে এখনো তাদের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়নি।

এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও ১১ জনের বিরুদ্ধেও রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে এবং তা ইন্টারপোল পর্যালোচনা করছে। তিন ধাপে এসব আবেদন পাঠানোর পাশাপাশি একটি ভার্চুয়াল বৈঠকও অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সংস্থাটির সঙ্গে।

যাদের বিরুদ্ধেও রেড নোটিশের আবেদন আছে তাদের মধ্যে রয়েছেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

বেনজীর আহমেদের বিরুদ্ধে আগে থেকেই বিচার বহির্ভূত হত্যা, গুম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারসহ একাধিক অভিযোগের তদন্ত চলছিল। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন এবং এর আগে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ছিলেন র‌্যাবের মহাপরিচালক। এসব অভিযোগের মাঝেই ২০২৩ সালের ৪ মে তিনি সপরিবারে দেশ ত্যাগ করেন।