বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সোমবার (২৪ মার্চ) থেকে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে।
শনিবার (২২ মার্চ) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
রবিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে।
তবে সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে দমকা/ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং সারাদেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।