সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

স্ত্রী-সন্তানকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

Fresh News রিপোর্ট
মার্চ ২৩, ২০২৫
১২:১১ অপরাহ্ণ

গাজীপুরের কাশিমপুরে একটি বাড়ির কক্ষ থেকে স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন।

রোববার (২৩ মার্চ) সকালে কাশিমপুর থানার গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকার একটি বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন—নাজমুল ইসলাম (২৯), তার স্ত্রী খাদিজা আক্তার (২২) ও তাদের চার বছরের মেয়ে নাদিয়া আক্তার।

পুলিশ জানায়, নাজমুল ইসলাম তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তবে তার কোনো স্থায়ী পেশা ছিল না এবং তিনি নেশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা বিষয়ে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল।

শনিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে সময় কাটানোর পর নাজমুল, খাদিজা ও তাদের মেয়ে নিজ ঘরে ঘুমাতে যান। পরদিন সকাল সাড়ে ৬টার দিকে পরিবারের লোকজন ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে জানালা দিয়ে তাকিয়ে দেখা যায়, নাজমুলের মরদেহ ফাঁসিতে ঝুলছে। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, খাদিজা ও ছোট্ট নাদিয়ার নিথর দেহ বিছানায় পড়ে আছে।

কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।