মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫
৯ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

জাতীয় ঐকমত্য কমিশনের ১১৩টিতেই একমত এনসিপি

Fresh News রিপোর্ট
মার্চ ২৩, ২০২৫
৭:০৯ অপরাহ্ণ

জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১১৩টিতে পূর্ণ সমর্থন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বাকি প্রস্তাবগুলোর মধ্যে ২৯টিতে আংশিক একমত এবং ২২টিতে দ্বিমত পোষণ করেছে দলটি।

রবিবার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে দলীয় মতামত লিখিতভাবে জমা দেয় এনসিপি। পরে দলটির যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার সাংবাদিকদের জানান, প্রস্তাবগুলো পর্যালোচনা করে তারা গঠনমূলক মতামত দিয়েছে।

সরোয়ার তুষার বলেন, কমিশনের দেওয়া স্প্রেডশিটে থাকা বেশিরভাগ প্রস্তাবের সঙ্গে তারা একমত হলেও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এখনো পরিষ্কার নয়। তিনি জানান, পুলিশ সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের রিপোর্ট এখনো তাদের হাতে পৌঁছেনি, যা নিয়ে তারা কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

দলটির পক্ষ থেকে ভাষা সংক্রান্ত প্রস্তাবে জানানো হয়েছে, রাষ্ট্রভাষা হিসেবে বাংলার বিষয়ে কোনো আপত্তি নেই, তবে দাপ্তরিক কাজে “অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ” হিসেবে নির্ধারণের প্রস্তাব দিয়েছেন তারা।

তরুণ প্রার্থী মনোনয়ন সংক্রান্ত প্রস্তাবে এনসিপি বলেছে, মনোনয়নে ১০ শতাংশ তরুণদের অংশগ্রহণে তারা একমত, তবে তরুণ বলতে ৩৫ বছরের নিচের বয়সসীমা নির্ধারণের পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২৩ বছর করার সুপারিশ করেছে দলটি।

ডেপুটি স্পিকারের বিষয়ে এনসিপি মনে করে, একজনই যথেষ্ট এবং তিনি বিরোধী দল থেকে হওয়া উচিত। এছাড়া উচ্চকক্ষের প্রার্থীদের নাম নির্বাচন ঘোষণার আগেই প্রকাশ করার প্রস্তাব দিয়েছে দলটি।

সরোয়ার তুষার আরও বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারবেন, তবে সবক্ষেত্রে সেটি বাধ্যতামূলক নয়—এমন আইনি কাঠামো থাকা উচিত।

জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব তারা সমর্থন করেছে। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ ৭৫ দিন নির্ধারণ এবং সে সময় কোনো জরুরি অবস্থা জারি না করার সুপারিশও জানিয়েছে এনসিপি। দলটির বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেন তদন্ত করতে পারে, সেটিও তারা তাদের মতামতে অন্তর্ভুক্ত করেছে।