মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫
৯ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

জ্ঞান ফিরেছে তামিম ইকবালের, পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা

Fresh News রিপোর্ট
মার্চ ২৪, ২০২৫
১১:২০ অপরাহ্ণ

হার্ট অ্যাটাকের পর রিং পরানো হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। জ্ঞান ফিরেছে তার, পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন তিনি।

সোমবার (২৪ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। টসের পরপরই তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসকরা জানান, তামিমের হার্টে ব্লক ধরা পড়ে, ফলে দ্রুত এনজিওগ্রাম করে রিং পরানো হয়। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে (CCU) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

হাসপাতালের পরিচালক ডা. রাজিব বলেন, “তামিম ইকবালের হার্ট অ্যাটাক হয়েছিল, এনজিওপ্লাস্টি করে সফলভাবে স্টেন্ট বসানো হয়েছে। এখন তিনি ধীরে ধীরে সাড়া দিচ্ছেন। তবে এখনো তিনি পর্যবেক্ষণে রয়েছেন।”

এদিকে, তামিমের অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে যান পরিবারের সদস্যরা ও বিসিবি কর্মকর্তারা। বিসিবি পরিচালক মাহবুবুল আনাম বলেন, “প্রত্যেকটা ধাপে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তার চিকিৎসার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।”

তামিমের সুস্থতার জন্য দেশ-বিদেশের ক্রিকেটপ্রেমীরা প্রার্থনা করছেন। তার দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা ও আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স।

এখনও সংকট কাটেনি, তবে চিকিৎসকরা আশাবাদী যে দ্রুতই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন তামিম ইকবাল।