মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫
৯ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সেনাবাহিনীকে মুখোমুখি করানোর ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

Fresh News রিপোর্ট
মার্চ ২৪, ২০২৫
১১:২৩ অপরাহ্ণ

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৪ মার্চ) রাজধানীর ইস্কাটন গার্ডেনে লেডিস ক্লাবে বিএনপি মিডিয়া সেলের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি করার চেষ্টা চলছে। এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। তবে সবাই সচেতন থাকলে এই ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব।”

তিনি আরও বলেন, “বিগত ১৫ বছর ধরে জনগণ পরিবর্তন চায়। রাজনৈতিক দল হিসেবে আমাদেরও করণীয় রয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে।”

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রসঙ্গে বলেন, “সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে, যা খুবই দুঃখজনক।”

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর হোসেন পাভেল, সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুগান্তর সম্পাদক আবদুল হাই সিকদারসহ নেতাকর্মী ও সাংবাদিকরা।