সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের দোয়া ও ইফতার মাহফিল

Fresh News রিপোর্ট
মার্চ ২৪, ২০২৫
১১:৩৩ অপরাহ্ণ

পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের আয়োজনে একটি দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি নুরুল হক নুর।

সোমবার (২৪ মার্চ) বিকেলে পটুয়াখালী জেলা পরিষদ শিশু পার্কে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি নুরুল হক নুর তার বক্তব্যে বলেন, “বিপদে সবাই ঐক্য চায়, কিন্তু বিপদ কাটিয়ে গেলে আমরা অনেক সময় একে অপরকে ভুলে যাই।” তিনি রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং গণঅভ্যুত্থানের আগে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা যেন ফিরে না আসে।

নুর আরও বলেন, “যদি আমরা আবারও ভুল করি এবং দখলদারি, চাঁদাবাজি, জুলুম চালাই, তাহলে জনগণ আমাদেরও ছাড়বে না।” তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান আন্দোলনকে কোনো রাজনৈতিক নেতার আহ্বান হিসেবে নয়, বরং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফল হিসেবে ব্যাখ্যা করেন।

তিনি আরও বলেন, “রাজনৈতিক বিভাজন থাকলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে, তাই রাজনৈতিক নেতাদের সহনশীল থাকতে হবে এবং জনগণের প্রতি সহমর্মিতা দেখাতে হবে।”

এছাড়া নুরুল হক নুর প্রধান উপদেষ্টার কথা তুলে ধরে বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, তবে রাজনৈতিক বিভাজন থাকলে সেটাই আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করবে।”

এই ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম লিটু। উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম, জেলা সাধারণ সম্পাদক শাহ-আলম এবং অন্যান্য নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে গণঅধিকার পরিষদের করণীয় বিষয়ে মত বিনিময় করেন। ইফতারের আগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।