নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলুকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) রাতে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
২০২৪ সালের ৪ নভেম্বর গোবরচাঁপা হাটে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। এছাড়া, অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।