সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সিরাজগঞ্জে শহিদ পরিবারের মাঝে জেলা প্রশাসনের ঈদ উপহার বিতরণ

Fresh News রিপোর্ট
মার্চ ২৫, ২০২৫
১:২৪ অপরাহ্ণ

সিরাজগঞ্জে ২৪ জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র গণআন্দোলনে নিহত ১৩ শহিদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেছে জেলা প্রশাসন। সোমবার (২৪ মার্চ) দুপুরে শহিদ পরিবারের সদস্যদের বাড়ি গিয়ে এ উপহার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।

এদিন শহরের মাছুমপুর দক্ষিণ পাড়ার শহিদ সোহানুর রহমান খান রঞ্জুর বাড়িতে গিয়ে তার স্ত্রী মৌসুমি খাতুন ও শিশু সন্তান রোজার হাতে ঈদ সামগ্রী ও ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা তুলে দেন জেলা প্রশাসক। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি ফারুক আফজাল রাজন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রুট এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাসি।

পরে একাডালা গ্রামের শহিদ আবদুল লতিফের বোন সালেহা ও মাসুমা এবং কোল গয়লা এলাকার শহিদ সুমনের পিতা গঞ্জের আলীর হাতেও ঈদ সামগ্রী তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ প্রসঙ্গে এনডিসি মারুফ আফজাল রাজন জানান, ২৪ জুলাইয়ের গণআন্দোলনে প্রাণ হারানো ১৩ শহিদ পরিবারের সবাইকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা ও উপহার পৌঁছে দেওয়া হচ্ছে। এই উদ্যোগ শহিদদের স্মরণে ও তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশের একটি প্রতীকী প্রয়াস।