সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সিরাজগঞ্জে ল’ইয়ার্স কাউন্সিলের উদ্যোগে আইনজীবীদের সম্মানে ইফতার মাহফিল

Fresh News রিপোর্ট
মার্চ ২৫, ২০২৫
১:২৬ অপরাহ্ণ

সিরাজগঞ্জে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের আয়োজনে জেলার আইনজীবীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকেলে জেলা আইনজীবী সমিতি ভবনের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. ইউসুফ আলী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল’ইয়ার্স কাউন্সিল সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সৈয়দ আব্দুল মতিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল করিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি শাকিল মো. রফিক ও সেক্রেটারি অ্যাডভোকেট রফিকুল ইসলাম সেলিম।

এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক দুলালসহ জেলার বিশিষ্ট আইনজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা এ অনুষ্ঠানে অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।