সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বাংলাদেশে সম্পদের নয়, অভাব সৎ ও দুর্নীতিমুক্ত নেতৃত্বেরঃ রফিকুল ইসলাম

Fresh News রিপোর্ট
মার্চ ২৫, ২০২৫
১১:১৫ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দেশের উন্নয়নে সম্পদের অভাব নেই, কিন্তু সৎ ও দুর্নীতিমুক্ত নেতৃত্বের অভাবই বড় অন্তরায়। তিনি মনে করেন, কুরআনের শিক্ষা অনুসরণ ছাড়া সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়।

সোমবার (২৫ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ জেলা জামায়াতের আয়োজনে শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম বলেন, মাহে রমজান আমাদের তাকওয়ার শিক্ষা দেয়। রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার বিষয় নয়, বরং এর বড় শিক্ষা হলো সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা ও কুরআনের আলোকে জীবন পরিচালনা করা। দুর্নীতিমুক্ত দেশ গঠনে জাতীয় ঐক্য অপরিহার্য এবং সেই ঐক্যের ভিত্তি হওয়া উচিত ইসলাম।

তিনি আরও বলেন, দেশের সব ইসলামি দল ও চিন্তার মানুষদের নিয়ে একটি সম্মিলিত জাতীয় ঐক্য গড়ে তোলা গেলে, ইনশাআল্লাহ ভবিষ্যতে একটি উন্নত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব।

জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলামের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম, শহর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, হাজী আহম্মেদ আলী আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম ও মাওলানা আহমাদুল্লাহ সিরাজী।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।