সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

কামারখন্দে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা নিবেদন

Fresh News রিপোর্ট
মার্চ ২৬, ২০২৫
৩:৪৬ অপরাহ্ণ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২৬ মার্চ) সকালে উপজেলা বিএনপির নেতাকর্মীরা স্থানীয় স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান জানান।

শ্রদ্ধা নিবেদনের এ আয়োজনে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সহ সভাপতি আব্দুল বারি সরকার, বিএনপি নেতা গোলাম সাকলাইন চঞ্চল, সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শম্ভু নাথ দাস এবং ছাত্রদলের সদস্য সচিব তানভীর ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সেই লক্ষ্যে দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে।