নাজমুল হাসানঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে কামারখন্দ প্রেসক্লাব। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৮টায় উপজেলা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক রাজ্জাক রাজ, সহ-সাধারণ সম্পাদক ইয়াছিন কবির ও সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম রিপন।
এই সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের গর্ব ও অহংকার। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার চেতনা বুকে ধারণ করেই আমরা এগিয়ে যেতে চাই। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি দায়িত্ব ও কর্তব্যের অংশ।