সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

চুয়াডাঙ্গা সীমান্তে স্বর্ণ পাচারকালে যুবক আটক, জব্দ ৩ কেজি স্বর্ণ

Fresh News রিপোর্ট
মার্চ ২৭, ২০২৫
৮:০৩ অপরাহ্ণ

চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে আফসার আলী (২৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কোমরে লুকানো অবস্থায় পাওয়া যায় ১৬টি স্বর্ণের বার। যার ওজন ৩ কেজি ৬ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২০০ টাকা।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল ৪টার দিকে বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান।

বিজিবি জানায়, মেইন পিলার ৭৭/৬-আর থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘড়িয়া সরকারি প্রাইমারী স্কুল সংলগ্ন পাকা রাস্তায় ওঁৎ পেতে থাকেন সদস্যরা। কিছুক্ষণ পর মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে এগিয়ে যাওয়া আফসার আলীকে আটক করা হয়। পরে তার কোমরে বাঁধা লাল কাপড়ের বেল্ট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

আটক আফসার আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তাকে দর্শনা থানায় হস্তান্তর করে স্বর্ণ পাচার ও চোরাচালান দমন আইনে মামলা করা হয়েছে। জব্দ স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।