বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়লেও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঈদযাত্রা চলছে স্বাভাবিক গতিতে। গণপরিবহন ছাড়াও এবার ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের উপস্থিতি বেড়েছে চোখে পড়ার মতো।
গত ২৪ ঘণ্টায় (বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা) যমুনা সেতু দিয়ে পার হয়েছে ৩৫ হাজার ২২৭টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। শুধু মোটরসাইকেলই পার হয়েছে ৬ হাজার ১৯৫টি, যার টোল আদায় হয়েছে ৩ লাখ ৯ হাজার ৭৫০ টাকা।
মহাসড়কে মোটরসাইকেলের দীর্ঘ সারি থাকলেও কোথাও তীব্র যানজট তৈরি হয়নি। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, যান চলাচল নির্বিঘ্ন করতে দুই পাশে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে চারটি বুথ শুধু মোটরসাইকেলের জন্য। ফলে চলাচলে গতি ধরে রাখা সম্ভব হচ্ছে।
সেতু সাইট অফিসার নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, “ঈদযাত্রায় দুই পাশেই ৯টি করে মোট ১৮টি বুথ চালু রয়েছে। মোটরসাইকেলের জন্য আলাদা দুটি করে বুথ থাকায় মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে।”
যাত্রীদের স্বস্তিতে ঈদযাত্রা অব্যাহত থাকায় সংশ্লিষ্টদের প্রত্যাশা, এবারের যাত্রা বিগত বছরগুলোর তুলনায় অনেকটাই স্বস্তিদায়ক হবে।