চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকে তিস্তা প্রকল্পের বিষয়টি আলোচনায় এসেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে গণমাধ্যমকে তিনি জানান, “ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট কো-অপারেশনের অংশ হিসেবে তিস্তার বিষয়টি বৈঠকে আলোচনায় এসেছে। প্রকল্পে চীনের সহায়তার কথাও উঠে এসেছে।”
তিনি আরও বলেন, “প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকে ড. ইউনূস ও তার সরকারকে চীনের পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন। বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষেও দুই নেতার মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।”
বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো নিয়েও আলোচনা হয়। প্রেস সচিব বলেন, “চীনের প্রেসিডেন্ট নিজেই বলেছেন, তিনি চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করবেন। এটা আমাদের জন্য বড় অগ্রগতি।”
চীনের জন্য নির্ধারিত ‘চাইনিজ ইকোনোমিক জোন’ প্রসঙ্গে তিনি বলেন, “২০১৬ সাল থেকেই আমরা এই দাবি জানিয়ে আসছি, কিন্তু কাজ এগোয়নি। ইউনূস সরকারের সময় এই কাজ দ্রুত গতিতে এগোচ্ছে।”
বৈঠকে আরও আলোচনায় আসে কৃষিপণ্য রপ্তানি। চীনা প্রেসিডেন্ট বাংলাদেশের আম ও কাঁঠালের প্রশংসা করেছেন বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
তিনি বলেন, “এ সফরকে আমরা অত্যন্ত সফল বলেই বিবেচনা করছি। চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা আশাবাদী।”