মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫
৯ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

নতুন বাংলাদেশের অংশ হতে চীনা ব্যবসায়ীদের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার

Fresh News রিপোর্ট
মার্চ ২৮, ২০২৫
২:২৬ অপরাহ্ণ

মাত্র ৮ মাস আগেই বাংলাদেশে বড় রূপান্তর ঘটেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভয়ংকর সময় থেকে উত্তরণ ঘটিয়ে এখন তরুণদের কারণে একটি পরিপূর্ণ বাংলাদেশ গড়ে উঠছে। এই নতুন বাংলাদেশের অংশ হতে চীনা ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৮ মার্চ) চীনের বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক মতবিনিময় সভায় চীনা ব্যবসায়িক নেতাদের উদ্দেশে এই আহ্বান জানান ড. ইউনূস।

তিনি বলেন, “শুধু ব্যবসার সুযোগ নয়, এই পরিবর্তনের অংশ হতে আপনাদের বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি। এখানে তরুণ জনগোষ্ঠী সৃজনশীলতা ও উদ্যমে ভরপুর। অর্ধেকের বেশি মানুষের বয়স ২৭ বছরের নিচে—যারা অপ্রত্যাশিত কাজ করতে প্রস্তুত।”

বাংলাদেশের ভৌগোলিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশ একটি অসাধারণ অবস্থানে রয়েছে। চারদিকে নেপাল, ভুটান ও ভারতের সেভেন সিস্টার্স রাজ্য। এদের পণ্য চলাচলের একমাত্র পথ বাংলাদেশ। বঙ্গোপসাগরের মাধ্যমে আমরা বিশ্বের সঙ্গে সংযুক্ত।”

তিনি জানান, ভবিষ্যতে এই অঞ্চলকে কেন্দ্র করে একটি বড় অর্থনৈতিক জোন গড়ে উঠবে, যেখানে চীনসহ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বিশাল সুযোগ রয়েছে।

“চীনা ব্যবসায়ীরা চাইলে এখানে সংযোজন কারখানা, প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন। তরুণ কর্মীদের অভাব নেই। তারা দ্রুত শিখে, নতুন প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠছে,”—যোগ করেন ড. ইউনূস।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, কৃষিনির্ভরতা ও নারীদের অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক প্রস্তুতকারী দেশ। যার ৮০ শতাংশ শ্রমিক নারী—এটাই আমাদের অন্যতম শক্তি।”

তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এখানে এসে কারখানা স্থাপন করুন, স্থানীয়ভাবে উৎপাদন করে বিশ্ববাজারে সরবরাহ করুন। বাংলাদেশকে একটি প্রডাকশন হাবে রূপান্তর করার এটাই উপযুক্ত সময়।”