মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫
৯ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বাংলাদেশ-চীন শান্তি ও সমৃদ্ধির জন্য বড় ভূমিকার আহ্বান ইউনূসের

Fresh News রিপোর্ট
মার্চ ২৮, ২০২৫
২:২৭ অপরাহ্ণ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় আরও বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকে উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

অধ্যাপক ইউনূস বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনা প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এই পরিবর্তনই গড়বে নতুন বাংলাদেশ।”

চীনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে ইউনূস বলেন, “গ্রামীণ ব্যাংক এবং সামাজিক ব্যবসা চালু করতে চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি।”

বৈঠকে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ টেনে তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে চীনের আরও সক্রিয় ভূমিকা কামনা করেন।

এদিন প্রধান উপদেষ্টা ইউনূস এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং নিজ নিজ দেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন। বিকেলে অধ্যাপক ইউনূস চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ‘বিনিয়োগ সংলাপে’ অংশ নিচ্ছেন।