মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫
৯ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

নির্ধারিত সময়েই ট্রেন, যাত্রীরা স্বস্তিতে ঈদযাত্রায়

Fresh News রিপোর্ট
মার্চ ২৮, ২০২৫
২:৩১ অপরাহ্ণ

বছর কয়েক আগেও যেখানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো ট্রেনের জন্য, এখন ট্রেনই সময়মতো এসে যাত্রীদের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে ঈদের আগের দিন দেখা গেল এক চমৎকার শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার দৃশ্য।

শুক্রবার (২৮ মার্চ) সকালে ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, প্ল্যাটফর্মে নির্ধারিত সময়ের আগেই রেক এনে রাখা হচ্ছে। একটি ট্রেন ছাড়ার পরপরই পরবর্তী ট্রেনের রেক এনে প্রস্তুত রাখা হচ্ছে। অতিরিক্ত ট্রেনেরও ব্যবস্থা নেওয়া হয়েছে।

এমন শৃঙ্খলায় সন্তুষ্ট যাত্রীরা জানাচ্ছেন, বহু বছর পর এমন সুশৃঙ্খল ট্রেন যাত্রা উপভোগ করছেন তারা। জামালপুর এক্সপ্রেসের যাত্রী জাহাঙ্গীর হোসেন বলেন, “আগে ঘণ্টার পর ঘণ্টা দেরি করত ট্রেন, এবার নির্ধারিত সময়ের আগেই ট্রেন প্ল্যাটফর্মে। ভ্রমণটা তাই অনেকটাই স্বস্তির।”

একই অভিজ্ঞতা কিশোরগঞ্জ এক্সপ্রেসের যাত্রী তানভীর আহমেদেরও। সকাল ৯টায় এসে দেখেছেন ট্রেন সাড়ে ১০টার জন্য প্ল্যাটফর্মে প্রস্তুত। তিনি বলেন, “ঈদের সময় ভিড়ের কারণে আগে আসি, কিন্তু আজ দেখছি—সবকিছু গোছানো। জায়গামতো বসে ট্রেন ছাড়ার অপেক্ষা করছি।”

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানিয়েছেন, “ভোর থেকে সাড়ে দশটা পর্যন্ত ১৩টি আন্তঃনগর ট্রেন নির্ধারিত সময়েই ছেড়ে গেছে। যাত্রীদের ভোগান্তি যেন না হয়, সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”

এবারের ঈদযাত্রা তাই ট্রেনপথেও হয়ে উঠেছে নির্ভরযোগ্য ও প্রশংসনীয়—যেখানে সময় মতো ট্রেন, আর মুখে যাত্রীদের প্রশংসা।