সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

বনানীতে শ্রমিকবাহী বাস উল্টে আহত ৪২

Fresh News রিপোর্ট
মার্চ ২৮, ২০২৫
২:৩২ অপরাহ্ণ

রাজধানীর বনানীতে গার্মেন্টস শ্রমিকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে অন্তত ৪২ জন আহত হন। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (২৮ মার্চ) ভোরে।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার জানান, গাজীপুরগামী ‘পরিস্থান পরিবহন’-এর বাসটি গার্মেন্টস শ্রমিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছিল। ভোরে বনানী এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ৪২ জন শ্রমিক আহত হন।

তিনি আরও বলেন, আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনাস্থলে বাসটি এখনও রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।

ঈদকে কেন্দ্র করে রাজধানীসহ আশপাশের সড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এমন দুর্ঘটনা আরও এড়াতে কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।