মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫
৯ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

জুমাতুল বিদায় বায়তুল মোকাররমে মুসল্লির ঢল

Fresh News রিপোর্ট
মার্চ ২৮, ২০২৫
২:৩৩ অপরাহ্ণ

রমজান মাসের শেষ শুক্রবারে (জুমাতুল বিদা) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করতে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। খুতবার অনেক আগেই পরিপূর্ণ হয়ে যায় পুরো মসজিদ চত্বর।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে সরেজমিন ঘুরে দেখা যায়, বেলা ১২টার আগ থেকেই মুসল্লিরা দলে দলে মসজিদে আসতে থাকেন। সোয়া বারোটার মধ্যে মসজিদের মূল অংশ পূর্ণ হয়ে যায়। পরবর্তীতে মুসল্লিরা বাইরের বারান্দা, দ্বিতীয় ও তৃতীয় তলায় অবস্থান নেন। অনেককে মসজিদের বাইরে রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ার প্রস্তুতি নিতে দেখা গেছে।

খুতবার আগে নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, তাসবিহ পাঠ ও দোয়া করে সময় কাটিয়েছেন অনেকে।

মুসল্লি মোহাম্মদ আলী বলেন, “আজকের দিনটি আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ। জুমাতুল বিদা হওয়ায় এর মাহাত্ম্য আরও বেড়ে গেছে। আগেভাগেই মসজিদে চলে এসেছি, আজ মসজিদে একটা অন্যরকম ধর্মীয় আবহ টের পাচ্ছি।”

আরেক মুসল্লি ইব্রাহিম বলেন, “রমজানের প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ, কিন্তু আজকের দিনটা আলাদা। একাগ্রভাবে ইবাদত করছি যেন আল্লাহ আমাদের ক্ষমা করেন ও বরকত দেন।”

উল্লেখ্য, কোরআন-হাদিসে জুমাতুল বিদা নিয়ে বিশেষ কোনো ফজিলতের কথা না থাকলেও, আলেমদের মতে এদিন অন্যান্য জুমার মতোই তাড়াতাড়ি মসজিদে যাওয়া, বেশি বেশি তসবি ও দোয়া করা গুরুত্বপূর্ণ। রমজানের শেষ শুক্রবার হিসেবে এই দিনটি বিশেষ গুরুত্ব পায় মুসলিম বিশ্বে।