সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ঈদের ছুটি শেষে রোববার থেকে বিক্রি শুরু টিসিবি

Fresh News রিপোর্ট
এপ্রিল ৩, ২০২৫
১১:২৫ পূর্বাহ্ণ

ঈদুল ফিতরের ছুটিতে টানা ৯ দিন বন্ধ থাকার পর আগামী রোববার (৬ এপ্রিল) থেকে আবারও নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী দামে নিত্যপণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে টিসিবি ও খাদ্য অধিদপ্তর।

সরকারি এই দুই সংস্থা স্মার্ট কার্ডধারী পরিবার ও ট্রাকের মাধ্যমে সাধারণ মানুষকে পণ্য সরবরাহ করে থাকে। টিসিবি তেল, চিনি, ডাল এবং খাদ্য অধিদপ্তর চাল ও আটা বিক্রি করে পরিবেশকের দোকান ও ট্রাক-এর মাধ্যমে।

টিসিবি কর্মকর্তারা জানান, ঈদের আগে শেষবার পণ্য বিক্রি হয় ২৭ মার্চ। এরপর ছুটির কারণে কার্যক্রম বন্ধ ছিল। এখন সরকারি অফিস খোলার সঙ্গে সঙ্গে আবার শুরু হচ্ছে এই সহায়তা কার্যক্রম।

বর্তমানে টিসিবি প্রায় ৬০ লাখ স্মার্ট কার্ডধারী পরিবারকে প্রতি মাসে সাশ্রয়ী দামে পণ্য দেয়। আগের সরকারের আমলে এক কোটি পরিবারকে এই সুবিধা দেওয়া হলেও বর্তমান অন্তর্বর্তী সরকার যাচাই-বাছাই করে অযোগ্য কার্ড বাতিল করেছে এবং নতুন করে উপকারভোগী নির্বাচন করছে।

এছাড়া টিসিবি রাজধানী ঢাকায় ৫০টি পয়েন্টে, চট্টগ্রামে ২০টি ও বিভাগীয় শহর ও শিল্পঘন এলাকাগুলোতে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করে। প্রতিটি ট্রাকে ২০০ জনের পণ্য থাকলেও, প্রতিদিনই তার চেয়ে অনেক বেশি মানুষের ভিড় পড়ে।

এদিকে খাদ্য অধিদপ্তরের ওএমএস কর্মসূচির আওতায় ট্রাক ও দোকানের মাধ্যমে আবারও চাল ও আটা বিক্রি শুরু হবে একই দিন থেকে।

নিম্নআয়ের মানুষের জন্য এই পণ্য বিক্রি কার্যক্রম স্বস্তি বয়ে আনবে বলেই মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।