আজ বৃহস্পতিবার ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুষ্ক আবহাওয়ার পাশাপাশি তাপমাত্রা সামান্য বাড়বে, যা গরমের অনুভূতি আরও বাড়িয়ে তুলতে পারে।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। আর্দ্রতার মাত্রা বেশি থাকায় শরীরে গরম বেশি অনুভূত হবে।
আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা সামান্য বাড়লেও আকাশ মেঘলা থাকায় দিনের আলো কিছুটা ম্লান হতে পারে। তবে গরম থেকে স্বস্তির কোনো সম্ভাবনা নেই বলেই ধারণা করা হচ্ছে।