সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ফ্যাসিবাদের সময় ড. ইউনূসও নির্যাতনের শিকার হয়েছিলেন

Fresh News রিপোর্ট
এপ্রিল ৩, ২০২৫
১১:৩৩ পূর্বাহ্ণ

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ফ্যাসিবাদের সময় শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও নির্যাতনের শিকার হয়েছিলেন। তার বিরুদ্ধেও দেওয়া হয়েছিল শত শত কাল্পনিক হয়রানিমূলক মামলা, যেমনটা বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধেও হয়েছিল।

বুধবার টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “আপনি (ড. ইউনূস) আজ প্রধান উপদেষ্টা হয়েছেন, আর যারা নির্যাতন করেছিল— সেই ফ্যাসিবাদ পালিয়ে গেছে। এখন আপনার প্রতিশ্রুতি অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে এই দেশকে আবার সমৃদ্ধির পথে ফিরিয়ে আনতে হবে।”

আযম খান আরও বলেন, “প্রতিপক্ষরা প্রতিদিন বোরকা পরে মা-বোনদের কাছে যায়, সেখানে গিয়ে বলে— আমাদের ভোট দিন, আমরা আপনাদের জন্য বেহেস্তের চাবি এনেছি। এটা ভুল এবং ধর্মের বিরুদ্ধে অপপ্রচার।”

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রত্যাবর্তনের বিষয়ে তিনি বলেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া খুব শিগগিরই দেশে ফিরবেন। এরপর রাষ্ট্রনায়ক তারেক রহমানও দেশে আসবেন। সারা বাংলাদেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের বরণ করে নেওয়ার জন্য।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু, আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।