সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

শেখ হাসিনার বিচার ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে নড়াইলে ছাত্রদলের বিক্ষোভ

Fresh News রিপোর্ট
এপ্রিল ৩, ২০২৫
১১:৩৭ পূর্বাহ্ণ

নড়াইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি এবং ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করে এর সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) জেলা ছাত্রদলের উদ্যোগে প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসটার্মিনালে গিয়ে শেষ হয়। মিছিলে ‘স্বৈরাচার নিপাত যাক, ছাত্রলীগ নিষিদ্ধ হোক’—এমন স্লোগানে উত্তাল হয় পুরো এলাকা।

সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনি, বিএনপি নেতা কামরুল বিশ্বাস, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল আকবার মিল্টন, ছাত্রদলের যুগ্ম সম্পাদক সজিব বিল্লাহ, সদর উপজেলা আহ্বায়ক মামুন গাজীসহ জেলা ও কলেজ শাখার নেতারা।

বক্তারা অভিযোগ করেন, শেখ হাসিনার সরকার জনগণের অধিকার হরণ করেছে এবং ছাত্রলীগকে দিয়ে দেশে সন্ত্রাস চালাচ্ছে। তারা বলেন, “এই সরকারের দোসরদের বিচার না হলে জাতি ভবিষ্যতে আরও ভয়াবহ পরিণতির মুখে পড়বে।” একইসঙ্গে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে এর অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা ও সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

সমাবেশে স্থানীয় প্রশাসনের কড়া নজরদারি ছিল, তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।